পর্যটকের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছে কলকাতার ব্যবসায়ীরা

পর্যটকের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছে কলকাতার ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে পর্যটক না যাওয়ায় প্রবল অর্থসংকটে ভুগছে কলকাতার ব্যবসায়ী রা ! এমনটাই রটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মনে করছেন, কলকাতার কিছু কিছু জায়গার ব্যবসায়ীদের অবস্থা এখন এতটাই করুণ যে, তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। এবং হয়ত সাদাভাত খেয়ে দিন কাটাচ্ছেন। কেউ হয়ত না খেয়েই দিন কাটাচ্ছেন।

কলকাতা মূলত গড়ে উঠেছে ট্যুরিস্টকেন্দ্রিক শহর হিসেবে। এখানকার রাস্তায় বেশিরভাগ মানুষই বাংলাদেশি। চিকিৎসা ও ব্যবসাবাণিজ্য সহ নানা কারণে তারা কলকাতায় পাড়ি জমান। এদেরকে ঘিরেই মূলত সীমান্ত থেকে কলকাতা পর্যন্ত অসংখ্য ব্যবসায়ীরা এতকাল জীবিকা উপার্জন করে এসেছে।

হুট করে বাংলাদেশিদের যাতায়াত কমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে তাদের। তাছাড়া ভারতীয়দের উগ্র মন্তব্যের কাউন্টার দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, “পর্যটকের অভাবে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে আছেন”। বাস্তবে হয়ত তারা না খেয়ে নেই। তবে ব্যবসায়ীদের দিন যে খারাপ যাচ্ছে এ বিষয়েও খুব একটা সন্দেহ নেই।