জেলখানায় ১৫ দিন বাথরুম করেননি চিত্রনায়ক রাসেল মিয়া !

রাসেল মিয়া

জেলখানায় ১৫ দিন বাথরুম করেননি চিত্রনায়ক রাসেল মিয়া !

আমরা কমবেশ সবাই জানি, জেলখানার ভেতরকার অবস্থা কতটা করুণ। কিন্তু বাথরুমের অর্ধেক দেয়ালের কথা অনেকেরই অজানা। জেলখানার বাথরুমের কোনো দরজা থাকেনা। চাইলেই যে কেউ এসে উঁকি দিয়ে দেখতে পারে আপনি কি করছেন। এবং দেয়ালগুলোও যেহেতু অর্ধেক থাকে, তাই টয়লেট করার সময় বাকিদের দিকে তাকিয়ে তাকিয়েই টয়লেট করতে হয়। যা কিনা রাসেল মিয়ার মত একজন নায়কের জন্য খুবই অসম্মানের।

জেলজীবনের প্রথমদিন বাথরুম চেপে রাখলেও দ্বিতীয়দিন বাধ্য হয়ে রাসেল মিয়া বাথরুমে গিয়েছেন। কিন্তু যখনই তিনি বাথরুমে যান, অন্যান্য কয়েদিরা তাকে উদ্দেশ্যে করে “নায়ক হাগে, নায়ক হাগে” বলে চিৎকার করতে শুরু করে এবং শিষ বাজাতে থাকে।

তারপর থেকে রাসেল মিয়া আর টয়লেট করেননি।