হিরো আলমের পুংলিঙ্গ কেটে নেয়ার সংবাদটি গুজব !

হিরো আলমের পুংলিঙ্গ কেটে নেয়ার সংবাদটি গুজব !

সম্প্রতি মিডিয়া পাড়ায় একটি খবর চাউর হয়েছে, রিয়ামনির সাথে ডিভোর্সের পর রাগ করে হিরো আলমের পুংলিঙ্গ কেটে নিয়েছেন তার সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী রিয়া মনি। এবং সেই সাথে হসপিটালের বিছানায় শুয়ে কাতরানোর একটি ছবিও বেশ ভাইরাল হয়েছে। তবে জানা গেছে, এ খবরটি সত্য নয় ! হিরো আলমের পুংলিঙ্গ কেটে নেয়ার এ সংবাদটি গুজব ও পুরোপুরি ভিত্তিহীন !

এ সম্পর্কে আরো জানতে রিয়ামনিকে কল দেয়ার জন্য এডিটর বোর্ড থেকে তাকে কল দিতে বলা হলেও আমাদের বিনোদন সাংবাদিক বলেন, রিয়ামনিকে কল দেয়ার মত রুচি তার নেই। এমন মন্তব্যের কারণে তার চাকরি হুমকির মুখে।

অন্যদিকে খেলাধুলা ‍বিভাগ থেকে সাংবাদিক খায়রুল বাশার হিরো আলমকে ফোন দিলে হিরো আলমের ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে বিভিন্ন সুত্রে জানা যায়, তিনি সুস্থ্য আছেন।