এবার নতুন করে রিকশালীগের রুপে ফেরত আসতে চাইছে ছাত্রলীগ ! আজ সোমবার শত শত রিকশাচালককে অটোরিকশা বন্ধের দাবীকে সামনে রেখে শাহবাগের দিকে যেতে মিছিল করে এগিয়ে যেতে দেখা গেছে। ব্যাটারিচালিত রিকশাকে “বৈষম্যমূলক” আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছেন এই প্যাডেল রিকশাচালকরা।
এর আগে আনসারলীগের রুপে ছাত্রলীগ ফেরত আসতে চেয়েছিলো। কিন্তু ছাত্রদের বাধায় তারা ব্যর্থ হন। তবে বর্তমানে আফসোসলীগ ও হতাশালীগ নামে তাদের আরো দুটি সংগঠন অনলাইনে সক্রীয় আছে।
শাহবাগে যাওয়ার সময় বাংলামোটরের সাদ্দাম হোসেন নামে একজন আন্দোলনকারী রিকশালীগ বলেন, “আমরা আমাদের মায়ের জন্য আসিনি। আমরা এসেছি রিকশাওয়ালাদের সব দাবীদাওয়া নিয়ে। ব্যাটারীচালিত রিকশা তুলে নিতে হবে। সরকার এই দাবী না মানলে আমরাও একদফা দিবো।”