বিজ্ঞান আমাদের নানান সমস্যার উত্তর দিয়েছে। কিন্তু কিছু প্রশ্ন আছে, যা আজও অমিমাংসিত। এর কোনো উত্তর নেই। এমনই একটি প্রশ্ন হলো, হাতি কেনো নিজের পশ্চাৎদেশ বা পেছনদিক দেখতে পারেনা?
কখনো কি ভেবে দেখেছেন পশ্চাৎদেশে ফোঁড়া উঠলে হাতি কি করে? হ্যাঁ ঠিক ধরেছেন। পশ্চাৎদেশে ফোঁড়া হলে হাতি বাগানে গিয়ে জারুল গাছের সাথে ঘষাঘষি করে। কিন্তু কেনো সে আয়না বা জলাশয়ের সামনে গিয়ে পাছাটি দেখেনা?
কারণ জানা তো পরের কথা। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ এখন পর্যন্ত এটাই জানেনা যে হাতি নিজের পশ্চাত নিজে দেখতে পারেনা।
আপনি যদি কখনো হাতি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই লক্ষ করেছেন, হাতির মাথায় দুটো কান অ্যাটাচড করা আছে। যেগুলো কিনা দেখতে রুপকথার গল্পে ভেসে বেড়ানো কালো পরীর ডানার মত। মূলত এই কানের জন্যই হাতি তার নিজের পেছনদিক সরাসরি কখনো দেখতে পারেনা। অত বড় কান না থাকলে হাতিরা হয়ত ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কিছুটা হলেও নিজের পশ্চাত দেখতে পেত, এমনটা ধারণা করছেন বনবিভাগের দায়িত্বরতরা।