জাস্টিস মানিকের মধুকোষ যেভাবে ক্ষতিগ্রস্ত হলো

জাস্টিস মানিকের মধুকোষ যেভাবে ক্ষতিগ্রস্ত হলো

স্বৈরাচার পতন, হাসিনার দেশত্যাগ, ফেনৗর বন্যা; সবকিছু ছাপিয়ে মানিকের মধুকোষ যেনো এখন সবার নজর কেড়ে নিয়েছে ! শুক্রবার রাতে সিলেটের সীমান্ত থেকে গ্রেপ্তার হবার পর মানিকের মধুকোষ নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে।

একদল বলছে, সীমান্ত পাড়ি দেবার সময় দালালদের মারধরের আঘাতে সাবেক বিচারপতি মানিকের মধুকোষ ফেটে গেছে। যদিও আরেকদল এ ঘটনায় আদালত প্রাঙ্গনে মারধরের ঘটনাকে কারণ হিসেবে দুষছেন। দৈনিক আমাদের সময় সহ আরো কিছু পত্রিকাতে শিরোনাম হয়েছে, “সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মধুকোষ ফেটে গেছে।”

প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক?

ঘটনার আরেকটু গভীরে গেলে একটি সুত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে ভারতে যাবার জন্য সিলেটের একটি সীমান্তে দালালদের সাথে মানিকের কন্ট্রাক্ট হয়। তিনি দালালদেরকে ‍ওপারে পৌঁছে দেয়ার জন্য কিছু টাকা প্রদান করেন। শর্ত ছিলো ভারতে পৌঁছে দেয়ার। কিন্তু দালালরা তাকে মারধর করে তার মধুকোষ ফাটিয়ে দেয়। দুর্বৃত্তরা এসময় তার কাছ থেকে ৭০ লক্ষ টাক‍া নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে আরেকটি সুত্র বলছে, আদালত প্রাঙ্গনে তাকে নামানো হলেই বিক্ষুদ্ধ জনতা তাকে জুতা, বোতল সহ আরো নানান বস্তু নিক্ষেপ করতে থাকে। এমনকি কিলঘুষি মারার ঘটনাও ঘটেছে। ধারণা করা হয়েছে, এতে করেই তার মধুকোষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমরা যদি আরেকটু গভীরে যাই, তাহলে দেখা যাচ্ছে এত মানুষের ভীড়ে বোতল নিক্ষেপ করলে তা লক্ষ্যভেদ করে মধুকোষে গিয়ে পৌঁছানো সম্ভব নয়। তাছাড়া বোতল হালকা বস্তু। বোতলের আঘাতে এমন আঘাত পাওয়াও সম্ভব নয়। এই টানাপোড়েনের বাজারে কেউ ২০ ‍টাকার মাম পানির বোতল কিনে সেই ভরা বোতল ‍কারো মধুকোষে ছুঁড়ে মারবে এমনটা ভাবা মুশকিল। জুতার দাম আরো বেশি। তাই স্বাভাবিকভাবেই কেউ জুতাও ছুঁড়ে মারবেনা।

আমরা যদি বর্ডারে ফিরে যাই, তাহলে সহজেই এই রহস্যের সমাধান করা সম্ভব। দুজন দালাল মিলে তাকে একা পেয়ে যেকোনো ভাবেই টর্চার করতে পারেন। শ‍ুধু মধুকোষে আঘাত নয়, তারা চাইলে মানিককে বলতকারও করতে পারেন। এরকম কোনো একটি ঘটনাই হয়ত জাস্টিস মানিকের সাথে হয়েছে। কিন্তু সত্যমিথ্যা প্রকাশ্যে আশার আগে কোনো সম্ভাবনাকেই সঠিক মনে করা যাবেনা। আবার ছুঁড়েও ফেলা যাবেনা। এগুলো সবই কেবল হাইপোথিসিস !

তবে হ্যাঁ মানিকের মধুকোষ ফাটানোর মত জঘন্যটি কোনোভ‍াবেই সমর্থনযোগ্য নয়। উপসংহারে বলা যেতেই পারে, জাস্টিস মানিক জাস্টিস পায়নি…