এবার ইলিশের আঁশ দিয়ে বানানো পারফিউম ভারতে পাঠাতে চাচ্ছে দেশের অখ্যাত একটি সুগন্ধী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ! এ কোম্পানির নাম জাহানারা কেমিক্যালস।
মূলত বাসের হকারদের জন্য নিম্নমানের নকল বডি স্প্রে তৈরি করেন তারা। তবে এবার একটি ভূয়সী উদ্দোগ নিয়েছেন তারা। বাংলাদেশ থেকে ভারতে আর ইলিশ মাছ যাচ্ছেনা। তা নিয়ে ভারতজুড়ে চলছে কান্নার মাতম। তাই প্রতিবেশী রাষ্ট্রকে ইলিশের স্বাদ দিতে পঁচা ইলিশের আঁশ দিয়ে পারফিউম বানিয়ে রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি।
খুব শিগগির তারা হাতে কলমে কাজে নামবে বলে জানা গেছে।