সাঁতার না জেনে রেসকিউ করতে গিয়ে মোবাইল সহ খালে পরে গেলো ৭ যুবক

সাঁতার না জেনে রেসকিউ করতে গিয়ে মোবাইল সহ খালে পরে গেলো ৭ যুবক

বৈচিত্রের দেশ বাংলাদেশ। নানান মজার মজার ঘটনা ঘটে এখানে। মোটামুটি সারাবছরই এ দেশের একদল মানুষের কর্মকাণ্ডে বিনোদন পাওয়া সম্ভব। টিকটক আসার পর এই ধারাটি যেনো আরো বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় এবার পার্ট নিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে পানিতে পরে গেলো মিরপুরের একদল যুবক।

কুমিল্লার বুড়িচংয়ে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, যে ৭ জন যুবক নৌকা থেকে পরে গেছে। তারা কেউই সাঁতার জানেনা। তবুও মানবিকতার খাতিরে এবং একইসাথে ফেসবুকে ছবি ও টিকটকে ভিডিও পোস্ট করার লক্ষ্যে তারা ত্রাণ বিতরণ করতে দ‍ুর্যোগপ্রবণ এলাকাগুলোতে একঘন্টার জন্য ভ্রমণ করার এ উদ্যোগ নেয়।

বিভিন্ন সুত্রে জানা গেছে, নৌকা থেকে পরে যাব‍ার সময় মোট ৬ জনের মুঠোফোন পানিতে পরে যায়। তবে আরেকজনের ফোনটি নৌকায় ছিলো। তিনি তাড়াতাড়ি নৌকায় উঠে তার বন্ধুদের পরে যাবার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Be the first to comment

Leave a Reply